1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অবিলম্বে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৭ জুন) সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ঝালকাঠির বিভিন্ন উপজেলা থেকে ‘অপরাজিতা’ হিসেবে পরিচিত নারীনেত্রী এবং জেলা পর্যায়ের রাজনৈতিক দল, নারী নেটওয়ার্ক ও সমমনা সর্বস্তরের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন ব্যানার,ফেস্টুন এবং প্লাকার্ডনিয়ে উপস্থিত হন তাঁরা। এতে বক্তব্য রাখেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অপরাজিতা ইসরাত জাহান সোনালী। পরে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অপরাজিতা ইসরাত জাহান সোনালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓