বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।জানাযায়, উপজেলার শোলক ইউনিয়নের সোহরাব ফকিরের খামার থেকে শনিবার রাতে ওই এলাকার শাহালম বেপারীর ছেলে মোস্তফা বেপারী ও নান্টু মোল্লার ছেলে মুরাদ মোল্লা মিলে ৩ লক্ষাধিক টাকা মুল্যের ২টি গরু চুরি করে নিয়ে যায়।বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রবিবার(২৫ জুন) সকালে উজিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবানীপুর পশুর হাটে চুরিকৃত গরু বিক্রির সময় তাদের দুজনকে গ্রেফতার করে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নয়, তাই গরু চুরির সাথে জড়িতদের জেল হাজতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।