বরগুনার আমতলী পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সাথে পৌর মেয়রের মত বিনিময় ও ঈদ উপহার বিতরণের এক সমাবেশ করা হয়েছে।বৃহস্পতিবার(২৮ জুন) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ ও সাংবাদিকবৃন্দ।উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রতি বছর আমি এ মতবিনিময় সভা ও ঈদ উপহার দিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশ মুসলমানদের ও এদেশের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তার দলকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানাই।