1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা মামলায় খালাশ তারেক রহমান গজারিয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪’র উদ্বোধন কাউখালীতে ডে নাইট শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পবিপ্রবিতে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, বাধ্যতামূলক ডোপটেস্ট  কাউখালীতে ট্রলার দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার মঠবাড়িয়ায় দূর্ঘটনা রোধে দক্ষতা উন্নয়নে ইলেকট্রিশিয়ানদের ট্রেনিং প্রদান গজারিয়া বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠিতে বিস্ফোরিত জাহাজ পরিদর্শন করলেন সাবেক মন্ত্রী আমু ও জ্বালানী সচিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরনের ঘটনায় বিস্ফোরিত জাহাজ পরিদর্শন করেন ও বিস্ফোরণে দ্বগ্ধ পুলিশ সদস্য সহ আহত সকলের খোঁজ খবর নিলেন সাবেক শিল্প মন্ত্রী ও ১৪ দলের সমন্নয়ক আমির হোসেন আমু। মঙ্গলবার(৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের কলেজ খেয়াঘাট থেকে তিনি স্পিডবোটে ঘটনাস্থলে যান। সেখানে পরিদর্শন শেষে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা দ্বগ্ধ পুলিশ সদস্য সহ আহতদের খোঁজ খবর নেন। এর পরে জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকের সাথে এ বিষয়ে কথা বলেন। এ সময় আমির হোসেন আমু বলেন, ঢাকা বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্ঘটনার ব্যাপারে সার্ভিব ভাবে খোঁজ খবর নিয়েছেন। ঝালকাঠি বাসীর দীর্ঘ দিনের দাবি নৌ-ফায়ার স্টেশন নির্মান করার কথা বললে তিনি বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।পরিদর্শনের সময় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন।গত শনিবার বিকেলে সুগন্ধা নদীতে জাহাজ সাগর নন্দিনী-২ এগার লক্ষ তেলবহন করে খালাসের উদ্দেশ্যে লোংঙ্গল করলে হঠাৎ বিস্ফোরিত হয়ে জাহাজের পিছনের একটা অংশ উড়ে গিয়ে নদীতে ডুবে যায়। এ ঘটনায় জাহাজে থাকা পাচ শ্রমিক আহত হয় এবং চারজন শ্রমিক নিখোজ হয়। নিখোজ হওয়া চার শ্রমিকের ডুবে যাওয়া অংশের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে গত সোমবার সন্ধ্যায় জাহাজটি থেকে তেল অপসারণের সময় ফের আবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঐ জাহাজে ডিউটিতে থাকা দশ পুলিশ সদস্য সহ ১৪ জন আহত হয়। এদের মধ্যে দুই পুলিশ সদস্য দ্বগ্ধ হওয়ায় তাদেরকে শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারিতে এবং বাকীদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে।এর আগে দুপুর ২ টার দিকে বিস্ফোরিত জাহাজ পরিদর্শন করেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় তার সাথে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আ: খালেক মল্লিক, যুগ্ন সচিব হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সহ ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড এর উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓