বিগত দিনে সকলের সহযোগিতায় ভাল নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। সামনের নির্বাচন ও মডেল হয়ে থাকবে। পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান।বৃহস্পতিবার (৬জুলাই) ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।