গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বরিশালে ফিরে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। তাদের মধ্যে ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার(৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কাশীপুর এলাকার ইসলামী চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম সুবেহ, একই ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, সাজ্জাদ হোসেন, ফরহাদউদ্দিন, মাহাদি, মাসুদ, হাসান, তুহিন, রাহাত। আহত ছাত্রলীগকর্মী জাকারিয়া আলম সুবেহ ও সোহেল ফকিরের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ সূত্র জানিয়েছে, দু’গ্রুপই সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক। তারা টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে দু’গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে বিকেলে বরিশালে ফেরার পর এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। তবে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, টুঙ্গীপাড়ায় কোমলপানীয় পান করা নিয়ে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের অনুসারী মাহাদির সাথে ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম সুবেহের সাথে কথা কাটাকাটি হয়। এর সূত্রে ধরে সন্ধ্যায় টুঙ্গীপাড়া থেকে ফেরার পথে নগরীর গড়িয়ারপাড় এলাকায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাকারিয়ার লোকজন নেতাকর্মীদের বহনকারী বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে ঘটনাস্থলেই দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কোনোপক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।