ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির উদ্যোগে ফেনীতে প্রথম নারী বাস সার্ভিস চালু করা হয়েছে।রবিবার(৩০ জুলাই) সকালে ফেনী পৌরসভার সামনে ছাত্রী ও নারিদের বিশাল বহরের উপস্থিতিতে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী এ নারী বাস সার্ভিস চালুর শুভ উদ্বােধন করেন।নজরুল ইসলাম স্বপন মিয়াজি স্বাগত বক্তব্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান।কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জিযা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন সহ কাউন্সিলরগন, সাংবাদিক ও গণমাধ্যমে কর্মীরা।নিজাম উদ্দিন হাজারী এমপি এ মহতি উদ্যোগকে তিনি স্বাগত জানান।তিনি বলেন বিএনপি জামায়াতের নৈরাজ্যের কঠোর সমালোচনা করে তাহা কঠোর হস্তে দমন করা হবে বলে জানান। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীতকে আমরা বিজয়ী করবো। নিজাম উদ্দিন হাজারী আরো বলেন, সকলের ঐক্যবদ্ব প্রচেষ্টার মাধ্যমে ছাত্রীভোটার সহ সকলের সহযোগিতা কামনা করেন।