মোটরসাইকেল দূর্ঘটনায় কাউখালী উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ইউপি সদস্য মোঃ সাইদ আহত হয়েছেন। শনিবার(৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য মোঃ সাইদ বলেন, দুপুরের দিকে বরিশাল থেকে মোটরসাইকেলে আমি ও কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাউখালীর দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে ঝালকাঠির কলেজ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আমাদেরকে ধাক্কা দেয়। এসময় আমি ও চেয়ারম্যান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাই। এসময় স্হানীয়রা আমাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি বাসায় বিস্রামে আছি। আমি পাঁজরে ও হাটুতে আঘাত পেয়েছি। আর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান হাসপাতালে থেকে ব্যবস্হাপত্র নিয়ে তিনি খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে খুলনায় তার ভাইয়ের বাসায় বিস্রামে আছেন। তিনি গলায় আঘাত পেয়েছেন।