মাদারীপুরের শিবচরে ৮ বোতল দেশী মদ সহ আব্দুর রহিম নামের এক মদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পূর্ব কাচিকাটা গ্রামের মৃত ঈমান উদ্দিন হাওলাদারের ছেলে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে শিবচর পৌর মার্কের সামনে থেকে বাংলাদেশের তৈরি কেরু এন্ড কোম্পানির ৮ বোতল মদ উদ্ধার করা হয় প্রত্যেক বোতলে ৭৫০ মিলি করে মোটর ৬ লিটার মদ উদ্ধার সহ একজনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ সালাউদ্দিন বলেন, এবিষয়ে শিবচর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।