চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর এলাকা থেকে ১০ গ্রাম হেরোইন সহ তিনজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। রবিবার (২০ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বদরপুর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল করিম (৩৮), আব্দুল বারেক ফকিরের ছেলে রাসেল ফকির (২৮), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইঘর এলাকার মঈন উদ্দিন চৌধুরীর ছেলে শিমুল (৩১)। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরেই একটি চক্র মতলবের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ৩ আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে। মতলব উত্তর উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সরকারের দেয়া জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মতলব উত্তর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।