মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘শিক্ষকতা কোন পেশা নয়, এটা সেবার কাজ। শিক্ষকরা অনেক কষ্ট করে তাদের জীবন নির্বাহ করেন। তারা দেশ গড়ার কারিগর কিন্তু তারাই আজ অবহেলিত। অতীতের কোন সরকার শিক্ষকদের জন্য আন্তরিক ছিলেন না। কিন্তু শেখ হাসিনার শাসন আমলেই তাদের আর্থিক অনেক সুবিধা দেয়া হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই শিক্ষকদের প্রতি আমাদের সমাজের সকলকে আরো শ্রদ্ধাশীল হতে হবে। যে জাতি শিক্ষকদের যতো বেশী সম্মান করতে জানেন তারা ততো উন্নত ও সমৃদ্ধ। বেসরাকরী শিক্ষকদের চাকুরী জাতীয় করনের জন্য সরকার ভাবছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) জেলার নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। জেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ও নাজিরপুর বারিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা, প্রমুখ। পরে উপস্থিত সকলের ভোটে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদারকে সভাপতি ও বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমারকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়ন।