পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রাম থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০ গ্রাম আইস মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার রাজিব হোসেন খান (২৯) বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, রাজিবের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই তিনি শ্বশুরবাড়িতে এসে আত্মগোপনে থাকতেন। সেখান থেকেই মাদকের কারবার করতেন তিনি।মঙ্গলবার রাজিবের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, রাজিব কাপড়ের ব্যবসা করতেন।এই ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা করতেন।ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতেন তিনি।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।