1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত গজারিয়া দিনের বেলা সাংবাদিকের বাসায় চুরি পবিপ্রবি ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি  কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে কারাদন্ড মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে নারীকে হত্যা গোয়েন্দা অভিযানে প্রেমিক তৌহিদ গ্রেফতার ফুলপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার এজিএম সম্পন্ন ॥ নাসির সভাপতি, সোহেলী সুলতানা সম্পাদক মাসুদ সাঈদীর আহ্বানে ইন্দুরকানীতে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার সহায়তা নেছারাবাদে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

নাজিরপুরে সাংবাদিককে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের নাজিরপুর উপজেলা প্রতিনিধি লাহেল মাহমুদকে হত্যার হুমকীর প্রতিবাদ ও হুমকী দাতা চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার অন্যতম আসামী যুবদল নেতা অনুপ শিকদার সহ ছাত্রদল ও শিবির ক্যাডারদের গ্রেফতারের দাবীতে নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে নাজিরপুর প্রেসক্লাবের ও উপজেলায় কর্মরত সাংবাদিক সহ ওই সন্ত্রাসীদের হাতে নির্যাতিত ভুক্তভোগী স্হানীয়রা অংশ নেন।এ ছাড়া লাহেল মাহমুদ বাংলা নিউজ ২৪ ডটকম এর পিরোজপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন।জানা গেছে, গত ১২ অক্টোবর দৈনিক যুগান্তরের সাংবাদিক লাহেল মাহমুদকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের চাঞ্চল্যকর লোকমান হত্যা মামলার অন্যতম আসামী যুবদল ক্যাডার অনুপ শিকদার, ছাত্রদল ক্যাডার শফিকুল ইসলাম সোহেল, ছাত্র শিবিরের ক্যাডার মশিউর রহমান ও জাহিদ হোসেন হত্যার হুমকী দেয়। তারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।সন্ত্রাসী অনুপ শিকদার ওই ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামের মৃত অমল কৃষ্ণ শিকদারের ছেলে।এ ছাড়া ছাত্রদল ক্যাডার শফিকুল সোহেল একই ইউনিয়নের চৌঠাইমহল গুচ্ছ গ্রামের (আদর্শ গ্রাম) হাবিববুর রহমান খানের ছেলে।এ ছাড়া শিবির ক্যাডার মশিউর রহমান ওই ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের সালাম খলিফার,জাহিদুর রহমান জাহিদ একই গ্রামের আজাহার আলী শেখের ছেমোনববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান লাভলু, বর্তমান সাধারন সম্পাদক মো. তৌফিকুল ইসলাম দেলোয়ার, সমকাল প্রতিনিধি মুহাম্মদ তাওহীদুল ইসলাম দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মো. অহিদুজ্জামান চঞ্চল প্রমুখ। এ ছাড়া খুনি অনুপ সিকদারের নিজ এলাকার ভুক্তভোগী শিক্ষক শ্যামল মাতা, প্রদীপ হালদার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ওই সব যুবদল, ছাত্রদল ও শিবির ক্যাডাররা এক হয়ে এলাকার বিভিন্ন বাড়িতে সন্ত্রাস, চাঁদাবাজি সহ রাস্তার গাছ কেটে নেন।তাদের এমন অপরাধে এলাকার সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।কেউ কোন প্রতিবাদ করলে হত্যার হুমকী সহ বিভিন্নভাবে হয়রানী করে।অভিলম্বে তাদের গ্রেফতার সহ দৃষ্টিান্তমূলক শাস্তির দাবী করছেন বক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓