পিরোজপুরের স্বরূপকাঠিতে মেয়াদোর্ত্তীর্ন পণ্য বিক্রয়ের প্রস্তাব করা ও খোলা খাবার বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।উপজেলা সেনিটারী ইন্সপেক্টর গাজী হারুন অর রশিদ ও নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক উপজেলার জগৎপট্টি ও জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছালেহিয়া ষ্টোরকে ৩ হাজার টাকা, বাসুদেব ষ্টোরকে ৩ হাজার টাকা, মীম কসমেটিকসকে ৩ হাজার টাকা ও আল্লাহ’র দান হোটেলকে ২ হাজার টাকা জরিমান করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।