“শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৫৫ জন রোগীকে চিকিৎসার জন্য এককালীন নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু প্রমুখ।শেষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া সহ নানা দুরারোগ্য রোগে আক্রান্ত উপজেলার ৫৫ জন রোগীর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।