1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসায় মাকে হারিয়ে শোকে কাতর দুই শিশু মঠবাড়িয়া দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেপ্তার ফুলপুরে ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে  মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পিরোজপুরে পুত্রবধু কতৃক শাশুড়ী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন মুন্সিগঞ্জে যুবদল নেতা রানার সহযোগীতায় চাকরি পেলো শারীরিক প্রতিবন্ধী জুলিয়া

অপ্রতিরোধ্য অপরাজিতা ইসরাত জাহান সোনালীর সাফল্য গাঁথা

  • প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঝালকাঠী জেলার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ৭ম শ্রেনীতে পড়া অবস্থায় রেড ক্রিসেন্ট এর যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পাশাপাশি গার্লস গাইড এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত হন।স্কুল জীবন থেকে অদম্য ইচ্ছা আর প্রবল উদ্দিপনার সহিত নিজেকে লিডারসিপ এর জায়গায় প্রতিষ্ঠিত করেন তার পিতার জনপ্রতিনিধিত্ব এবং রাজনৈতিক পদচারনা থেকে অনুপ্রানিত হয়ে ইসরাত জাহান সোনালীর নবম শ্রেনীতে পড়া অবস্থায় রাজনৈতি কমনোভব তৈরী হয়।তার নেতৃত্বে মহিলা কলেজে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়, সেখানে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।ধারা বাহিক ভাবে তার একনিষ্ট এবং বলিষ্ট নেতৃত্বের ফলে ২০০১ সালে ঝালকাঠি পৌর মহিলালীগ এর আহবায়ক কমিটির দায়িত্ব পায়।২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জেলা মহিলালীগ এর আহবায়কের দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল থেকে জেলা আওয়ামলীগ এর মূল দলের সদস্য এবং ২০১৯ সাল থেকে ঝালকাঠি জেলা মহিলা আওয়ামলীগ এর সভাপতির পদ লাভ করেন যা এখনো চলমান রয়েছে।লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হতে থাকেন।এলাকার মানুষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ২০০৯ সালে ঝালকাঠি সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং বিপুল ভোটে জয় লাভ করেন।সেই অবধি এখনো পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে উপজেলা পরিষদে উক্ত পদে বহাল অছেন। ২০১১ সাল থেকে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হন, প্রকল্প থেকে নেতৃত্ব বিকাশ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার নারী নেত্রীদের সাথে নিয়ে,অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। এতে করে দিনদিন তার জনপ্রিয়তা এবং বিভিন্ন পর্যায়ে পরিচিতি বাড়তে থাকে।ধানসিঁড়ি বহুমূখি সমবায় সমিতি গড়ার মধ্য দিয়ে তিনি উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখেন।যার ফল শ্রæতিতে তিনি সমন্বিত উদ্যোগে টেইলারিং, ক্যাটারিং ও ফুডসাপ্লাই বিষয়ে অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা শুরু করেন যা এখনো চলমান রয়েছে।এলাকায় নানান ধরনের সামাজিক কাজে অবদান রাখার মধ্য দিয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিভিন্ন কমিটির সাথে তিনি যুক্ত হয়েছেন এবং নিরল সভাবে কাজ করে যাচ্ছেন।যে সকল কমিটিতে তিনি যুক্ত হয়েছেন-বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক, জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য, বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারন সম্পাদক, জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি, জেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক, মহিলা ক্রিড়া সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক,ধানসিড়ি বহুমূখি সমবায় সমিতির সাধারন সম্পাদক, জাতীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্য। বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।ইসরাত জাহান সোনালীর পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাজে নিজেকে সব সময় নিয়োজিত রাখার স্বপ্ন লালন করেন।সেবা মূলক কর্মকান্ডের সাথে যুক্ত থেকে মানুষের সেবক হয়ে অপরাজিতা সোনালী পরিচয়ে এগিয়ে যেতে চান।তিনি মনে করেন পুরুষের পাশাপাশি নারীদেরকেও ক্ষমতায়িত হতে হবে ও নেতৃত্ব দানে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নতুবাসমতা ও মূল্য বোধের জায়গায় নারীরা আজীবন পিছিয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓