পিরোজপুরের কাউখালিতে পূর্ণব্রক্ষ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা ৩য় বার্ষিকি হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার (১২ ডিসেম্বর) খ্রিস্ট সকাল ছয়টায় ঘট স্থাপন ও শুভ অধিবাস,সকাল দশটায় হরিলীলামৃত ও গুরু চাঁদ চরিত পাঠ,বিকাল তিন টায় বৈঠকী কীর্তন (হরিসঈীত ও মহা সংকীর্তন) সন্ধ্যা ছয়টায় মতুয়া দলের আগমন, রাত নয়টায় মহা প্রসাদ বিতরণ।বিনয় মৃধা আহবায়ক অনুষ্ঠান বাস্তবায়ক কমিটি, সার্বিক ব্যবস্থাপনায় আশ্রমের সকল ভক্তবিন্দু।স্থান:শ্রী শ্রী হরিচাঁদ মতুয়া আশ্রম পূর্ব আমরাজুড়ি কাউখালী পিরোজপুর।