ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ :
বাংলাদেশের প্রগতিশীল কলামিস্ট ফোরাম এর উদ্যোগে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনটায় আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন রুখে দাও শীর্ষক সেমিনার আব্দুল সালাম হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক (অব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মো: নিজামুল হক ভূইয়া, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের ড. মো: জাহাঙ্গীর আমল, বাংলাদেশ উন্মুক্ত বিদ্যালয়ের কবীর চৌধুরী তন্ময়, বাংলাদেশ নারী অধিকার ফোরাম বাংলাদেশ (অরফবি) সভাপতি মাহামুদা খানম মিলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহবায়ক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান।সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কলামিষ্টি ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লিটন বিশ্বাস।সেমিনার স্বাগত স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষক মোঃ আফিজুর রহমান।