কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত কম্বল শীতার্ত মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বজল মোল্লা।বুধবার (১৩ ডিসেম্বর ) রাত ১০ টায় উপজেলার উত্তর বাজার আজিজিয়া ইসলামিয়া হাফিজি মাদ্রাসা ও এতিমখানার ৩৫ এতিম শীতার্ত ছাত্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই, উত্তর বাজার বাইতুন নূর জামে মসজিদের খতিব ও মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক মোঃ মাওলানা আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি এনামুল হক,মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এবাদত হোসেন, ছাত্র অভিভাবক মোঃ জাকির হোসেন, ইসরাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা।