কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত শীত বস্ত্র কম্বল সোনাকুর গ্রামের প্রায় শতাধিক অসহয় শীতার্ত মানুষের হাতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। শুক্রবার (১৫ই ডিসেম্বর) রাতে ৯টায় উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের জেলে, পাল, শ্রমিক সম্প্রদায়ের মাঝে এ কম্বল বিতরণ করে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ বায়জেদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যাতে সঠিকভাবে গরিব ও অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্য রাতের আধারে ঘুরে ঘুরে প্রকৃত শীতাত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।