1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

আইইএবি এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী ও মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

ফাতেমা আক্তার মাহমুদ ইভা ঢাকা :

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় পালিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আইইএবি জাতীয় স্টিয়ারিং কমিটির সভাপতি প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. প্রকৌঃ মোহাম্মদ শামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সাবেক চেয়ার্পাসন অধ্যাপক ড.লাফিফা জামান, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সদস্য ড. প্রকৌঃ মোহাম্মদ ফারুক হোসেন, প্রকৌঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাতীয় স্টিয়ারিং কমিটি, আইইএবি; প্রকৌঃ মেহেদী হাসান, অর্থ ও দপ্তর সম্পাদক, জাতীয় স্টিয়ারিং কমিটি, আইইএবি; প্রকৌঃ আশিবুল বাসার, সিনিয়র যুগ্ম আহবায়ক, তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি, আইইএবি, প্রকৌঃ মােঃ এহেত এনামুল হাসান, প্রকৌঃ মো: আলমগীর, সাধারণ সম্পাদক, জাতীয় স্টিয়ারিং কমিটি, প্রকৌঃ সাহেদুর রহমান রিয়াদ, আব্বায়ক, তৃতীয় প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন কমিটি আইইএবি; প্রকৌঃ মোঃ সামসুল আালামিন রিয়েল, প্রসিডিয়াম সদস্য, জাতীয় প্রসিয়াডাম কাউন্সিল। অনুষ্ঠানে প্রধান আলোচক প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি), বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান এবং বেসরকারি / প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের একটি বৃহৎ পেশাজীবি সংগঠন।আইইএবি এই সেক্টরে কর্মরত ইঞ্জিনিয়ারদের অনলাইন/ফিজিক্যাল ট্রেনিং-এর মাধ্যমে স্কীল ডেভেলপ করে তাঁদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে।এই সংগঠন শিল্প/বেসরকারি সেক্টরে কর্মরত প্রকৌশলীদের জীবনমান উন্নয়ন ও অধিকার বাস্তবায়ন এবং সার্বিক কল্যাণার্থে কাজ করে যাচ্ছে। আইইএবি বাংলাদেশের সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও প্রকৌশল অঙ্গনে কর্মরত প্রকৌশলীদের সমন্বয় করেছে। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারসহ অন্যান্য সকল টেকনোলজির ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারগণ এই সংগঠনের সাথে একই পরিবারের অংশ হিসেবে যুক্ত রয়েছে্, যারা তাঁদের মেধা ও শ্রম দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিল্প কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সহজতর করেছে।শিল্প সেক্টরের চাকা সচল মানে দেশের অর্থনীতিতে চাকা সচল। এই শিল্প সেক্টরের চাকা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিল্প প্রকৌশলীরা। ইন্ডাস্ট্রিয়াল রেব্যুলেশন ৪.০ এর এই এই যুগে শিল্পক্ষেত্রে আধুনিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম ( PLC, SCADA & DCS) এবং রোবোটিক্স সিস্টেম ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শিল্প প্রকৌশলীরা উক্ত প্রযুক্তির ব্যবহার সহজতর করেছে।বাংলাদেশ শিল্প সম্ভাবনাময় একটি দেশ। দিন দিন এই দেশে শিল্প সমৃদ্ধ হচ্ছে। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), ইকোনমিক জোন এবং হাইটেক পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতের সম্মৃদ্ধির ভান্ডার আরো মজবুত হয়েছে।এই সকল শিল্প প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিল্প প্রকৌশলী কর্মরত।এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে হাছারও গ্রুপ অব কোম্পানি এবং মান্টিন্যাশনাল কোম্পানি তাদের শিল্প প্রতিষ্ঠান পরিচালিত করে যাচ্ছে।পাশাপাশি বেসরকারি ব্যাংক/বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি/শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ অন্যান্য বেসরকারি/প্রাইভেট প্রতিষ্ঠানে লক্ষ ইঞ্জিনিয়ার কর্মরত। সবাই আইইএবি পরিবারের অংশ হয়ে একই বন্ধনে আবদ্ধ রয়েছে।তাই আইইএবি বাংলাদেশ শিল্পক্ষেত্রে কর্মরত এবং বেসরকারি/প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সর্ববৃহৎ সংগঠন।তাই, এই সেক্টরে কর্মরত প্রকৌশলীদের গুরুত্ব অপরিসীম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শিল্প ও বেসরকারি/প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের ছাড়া সম্ভব নয়।অথচ এই সেক্টরে কর্মরত প্রকৌশলীদের নেই কোন বেতন কাঠামো, চিকিৎসা/নিরাপত্তা ঝুঁকি ভ্রাতা, গ্রুপ ইন্সুরেন্স, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুয়েটি ইত্যাদি ইত্যাদি। এই সকল বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে আইইএবি পরিবার কাজ করে যাচ্ছে। সময়ের প্রয়োজনে আমাদের বর্তমানে যে দাবী বাস্তবায়নের কাজ করছি; শিল্প/বেসরকারি/প্রাইভেট প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ফ্রেশ ডিপ্লোমা প্রকৌশলীদের এন্ট্রি লেভেলে সর্বনিম্ন বেতন =২০,০০০/- নির্ধারণ করতে হবে এবং শিল্প/বেসরকারি/প্রাইভেট প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রকৌশলীদের এন্ট্রি লেভেলে সর্বনিম্ন বেতন =৩০,০০০/- নির্ধারণ করতে৬ হবে। আইইএবি পরিবার প্রত্যাশা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে সমাধান করবেন।আইইএবি পরিবারের ও বাংলাদেশর সম্মৃদ্ধি কামনা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।সভায় প্রধান অতিথি ড. হাফেজ মোঃ হাসান বাবু বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শিল্প প্রতিষ্ঠানে এবং বেসরকারি-প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের বাদ দিয়ে সম্ভব নয়। কারণ এরাই দেশ গড়ার মূল কারিগর।তাই এই সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সমস্যা সমাধানে সরকারকে কাজ করতে হবে।তিনি আরো বলেন বিদেশি প্রকৌশলীদের উপর নির্ভরশীল না হয়ে নিজ দেশের প্রকৌশলীদের মূল্যায়ণ করতে হবে এবং যথাযতভাবে কাজে লাগাতে হবে।পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে আইইএবি এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং অনুষ্ঠানে অতিথিদের ও পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓