1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

নেছারাবাদে মহিউদ্দিন মহারাজের সমর্থনে পথসভা

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তৃতা করেছেন।এসময় তিনি ষ্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এবং নেছারাবাদ উপজেলার উন্নয়নে তার (মহারাজ) নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চান।বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার অলংকারকাঠী এম আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই পথ সভা অনুষ্ঠিত হয়।সভায় নেছারাবাদ সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হক, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া মনু, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ঢাকা দক্ষিন সিটির ছাত্রীলীগের সাবেক সভাপতি এডভোকেট বায়েজিদ আহমেদ খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও আটঘর কুড়িয়ানা ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার, ইউপি চেয়ারম্যান আ. রশিদ, মো. তৌহিদুল ইসলাম, মো. জাহারুল ইসলাম, মিঠুন হালদার, আওয়ামী লীগ নেতা সেলিম হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓