কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোনাকুর মসজিদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাদা তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ।জনসভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তরুণ সমাজসেবক রাসেল প্রমুখ।