মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজন করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ -এর উপ-পরিচালক (গ.প্র.প্র.) সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সালাহ উদ্দিন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি (তদন্ত) বন্দে আলী, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, পৌর কাউন্সিলর, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।