কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে মোস্তফা সরদারের বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।জানাযায়, বুধবার রাতে মোস্তফা সরদারের বসতঘরে হঠাৎ আগুন লাগে তা মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ে ঘরটি ভস্মীভূত হয়ে যায়।এসময় ঘরে থাকা ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক ৩ লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।বৈদ্যুতিক সটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।দূর্ঘটনার রাতেই কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার আশ্বাস দেন।