গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় এলাকাবাসীর সহযোগিতায় গরু চোর আটক করেছে গলাচিপা পুলিশ।সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।সূত্র জানায় উপজেলার উলানিয়া বন্দর তুলাতলীতে গরু চোরের খবর পেয়ে জনগন লড়াইতে লড়াইতে ট্রলার নিয়ে আলীপুরার সিমানা থেকে দশমিনা গলাচিপা মধ্যস্থল বুড়াগৌরাঙ্গ নদীতে উলানিয়া ব্রিজের দক্ষিন পাশে আসে। এ সময় চোর বাচাঁর জন্য নিজেই তাদের ট্রলারে আগুন লাগিয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে এলাবাসীর সহযোগিতায় ১জন চোরকে আটক করা হয়।বাকি চোর পলাতক রয়েছে।গরু চোর হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জের মৃত জাহের মিস্ত্রির ছেলে মোঃ ফরিদ মিস্ত্রি (৪০)।ঘটনার সময় ক্ষিপ্ত জনতার হাত থেকে গরু চোরকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হলে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে ফাঁড়ি উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।এসময় পুলিশ কনস্টেবল সাহেব আলীর মাথায় পড়ে তিনি আহত হন।বর্তমানে আহত সাহেব আলী মেডিকেল চিকিৎসা নিয়ে গলাচিপায় থানা হেফাজতে আছেন।আটককৃত চোর কে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।