1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

মুন্সীগঞ্জে মাদক মামলায় ২ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে ২৮৩ বোতল ফেন্সিডিল পাচার ও হেফাজতে রাখার অপরাধে স্বপন মন্ডল(৩২)ও বাপ্পি দাস(২৫) নামে ২ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোতাহারাত আখতার ভুইয়া এ রায় ঘোষণা করেন।কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে স্বপন মন্ডল ও একই গ্রামের শ্রী হরিদাসের ছেলে বাপ্পি দাস।রায় ঘোষণার সময় আসামী স্বপন মন্ডল আদালতে হাজির হলে রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।এ সময় অপর আসামী বাপ্পি দাস আদালতে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর আলী।মামলা সূত্রে জানা গেছে,২০১৫ সালের ২২ জুন রেইডিং পার্টির সদস্যরা র‌্যাব-১১ সিপিসি-১ কোম্পানি মুন্সীগঞ্জ ক্যাম্পের টহল সিসি নং ১৫৮১/১৫ মূলে লৌহজং উপজেলায় ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার গ্রামের জনৈক নারায়ণ দাসের বসত বাড়ির উত্তরে মাওয়া-লৌহজং পাকা রাস্তার ফুটপাতের উপর মাদক ব্যবসার জন্য আসামী স্বপন মন্ডল অবস্থান নিয়েছে।এসময় রাত ১১ টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বপন মন্ডল দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে ১৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এসময় স্বপন মণ্ডলের দেখানো মতে বাপ্পি দাসের বাড়িতে গিয়ে একই তারিখে রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাপ্পি দাস পালিয়ে যায়।এসময় তার বসত ঘর তল্লাশি করে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।এ ঘটনায় র‍্যাবের আব্দুল মোতালেব বাদী হয়ে ২০১৫ সালের ২৩ জুন লৌহজং থানায় মাদক আইনে মামলা করে।পরে আসামী বাপ্পি দাসকে কৌশলে গ্রেফতার করা হয়।আসামী ২জনেই জামিনে মুক্ত থেকে আদালতে হাজির থাকেন।মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালত আসামীদেরকে দ্দোষী সাব্যস্ত করে এ কারাদণ্ডের রায় দেন।এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান,২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত। এসময় ২জন আসামী প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।বিচারকের রায়ে সরকার পক্ষে আমরা সন্তুষ্ট পোষণ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓