ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে দোয়াও মোনাজাত করা হয় এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আরো অনেকে।