পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ইমরান হোসেন বাপ্পি মোল্লা (২৮) নামের এক যুবলীগ নেতাকে বেধম ভাবে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।আহত বাপ্পি মোল্লা ইন্দুরকানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে খুলনা নিয়ে যান। চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাহাত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য জানান।প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা রাহাত গাজী সাংবাদিকদের জানান, দলীয় একটি সভায় যোগ দিতে সোমবার সকালে ইন্দুরকানীতে যান বাপ্পি।দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ মোড়ে অবস্থান করার সময় মোটরসাইকেল নিয়ে ওৎপেতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল আকস্মিক বাপ্পির উপর আক্রমণ করে। এ সময় জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে পেটাতে শুরু করলে তার ডাক চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসেন।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়।আহত যুবলীগ নেতার স্বজনরা জানান, আহত বাপ্পি মোল্লা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনা করেন।ওই নির্বাচন থেকে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন ভাবে হুমকী ধামকি দিচ্ছিলো।নির্বাচনের জেরে তার উপর ওই হামলা করা হয়েছে।ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ ব্যাপারে জানান, সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মোড়ে বাপ্পি মোল্লা নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কিছু দূর্বৃত্ত পিটিয়ে আহত করেছে বলে আমরা খবর পেয়েছি।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে হামলা কারীদের সনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।