কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দীন মহারাজ।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একে.এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমাউন কবির প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে সরকারি গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।