কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ইমাম মুয়াজ্জিনদের সাথে সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এমপির মত বিনিময় ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।সোমবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মো: মহিউদ্দিন মহারাজ এমপি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির , ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইখুজ্জামান মিন্টু।মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৬৪০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন।