কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) বিকেলে হাসপাতাল সড়কের পি এ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ দেবনাথ নিয়মিত বাজার তদারকির উদ্দেশ্যে উপজেলার হাসপাতাল সড়কে অভিযান পরিচালনা করেন।
।এ সময় পি এ মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।যেগুলো বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন করা হয়েছে।পরে পি এ মেডিকেল হলের স্বত্বাধিকারী প্রবীর পাইক দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।