1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে অপহরন মামলা

  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের অভিযোগে উপজেলার ৯ নং সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ হোসেন সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।ভুক্তভোগী মো. আল আমিন সুমন (৩০) বাদি হয়ে সোমবার (২৯ এপ্রিল) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ মামলাটি দায়ের করেন।বিজ্ঞ বিচরকি হাকিম মো. আতিকুজ্জামান মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সি.আই.ডি কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মো. রফিকুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী সুমন ওই ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মো. এমাদুল হক এর ছেলে।অন্যান্য আসামীরা একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সুমনকে চরকগাছিয়া গ্রামের নব উদ্বোধনী আওয়ামীলীগ অফিসের সামনে থেকে ৮/১০ জনের একটি দল জোর পূর্বক তুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান মিরাজ হোসেনের কাছে। এসময় মিরাজ হোসেন সুমনকে গালমন্দ দেয়ার পাশাপশি হত্যা করার হুমকি দিয়ে তাকে আটকে রাখার নির্দেশ দেয়।পরে চেয়ারম্যানের ওই সহযোগিরা সুমনের চোখ বেঁধে মারধার করে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে একটি ঘরে আটক রাখে।বিষয়টি মুহুর্তে ছড়িয়ে পড়লে পুলিশ ও সুমনের স্বজনরা খোঁজ করতে মরিয়া হয়ে উঠে।মামলায় সুমন আরও উল্লেখ করেন পুলিশের তৎপরতার কারনে তাকে হত্যা না করে গত ২৭ এপ্রিল শনিরার দিবাগত রাত ১২ টার দিয়ে চোঁখ বাধা অবস্থায় ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের কাছাকাছি প্রধান সড়কের পাশে ফেলে রেখে যায়।এ ঘটনায় তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ অজ্ঞাত কারনে মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।এ ব্যাপারে ৯ নং সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ হোসেন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓