1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা ঊর্মিকে ধর্ষণ শেষে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার  মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের মানববন্ধন কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শন নির্বাহী প্রকৌশলী গজারিয়া নিখোঁজের দুই দিন পর নৌযান শ্রমিকের লাশ উদ্ধার ভেড়ামারায় সিআরবি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়ে সরব

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।বৃহস্পতিবার (২ মে) কাউখালী উপজেলার চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।এতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী আনারস প্রতীক চাওয়ায় লটারিতে ধারাবাহিকভাবে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়।অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল ও রিটার্নিং অফিসার (কাউখালী – নেছারাবাদ উপজেলা) সৈয়দ শফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

চেযারম্যান পদে প্রার্থীরা হলো উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন (কাপ পিরিচ), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু (ঘোড়া), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল (আনারস) ও উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম খান পারভেজ (দোয়াত কলম) প্রতীক বরাদ্দ পান।পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন (চশমা), আওয়ামীলীগ নেতা বিপুল বরন ঘোষ (তালা), মোঃ শামিম হোসেন ( বাইসাইকেল), মাসুম বিল্লাহ (বই), পার্থ প্রতিম সমদ্দার (টিউবওয়েল)।মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি (হাঁস) ও সীমা আক্তার (বাইসাইকেল)।প্রতীক বরাদ্দকালে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আচরণ বিধি মেনে চলার আহবান জানান।নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ সকল প্রশাসন মাঠে থেকে কাজ করবে।কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।পরে প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজ নিজ এলাকায় দুপুরের পর থেকে জনসংযোগ করতে মাঠে নামেন।বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু ( ঘোড়া প্রতীক) উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন দলের নেতা কর্মীসহ স্থানীয়দেরকে সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।


আর এক উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন ( কাপ পিরিচ) প্রতীক বরাদ্দ পেয়ে বিকোল থেকে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। ওই দিন তিনি উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ভোটারদের কাছে দোয়া ও তার কাপ পিরিচ মার্কায় ভোট প্রার্থনা করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ফাতেমা ইয়াসমিন পপি (হাঁস প্রতীক) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়ে বিকেল থেকে উপজেলার শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং কাউখালী উপজেলাকে স্মার্ট কাউখালী গড়ার লক্ষ্যে আগামী ২১ মের নির্বাচনে তার হাঁস প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ( চশমা) প্রতীক বরাদ্দ পেয়ে বিকেলে উপজেলা জয়কুল, কাঠালিয়া, কলেজ পাড়া এলাকায় জনসংযোগ করে পুনরায় তাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বচিত করার লক্ষ্যে চশমা প্রতীকে ভোট ও সকলের দোয়া কামনা করেন।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে।আর ভোটগ্রহণ হবে ২১ মে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓