নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারহানা আক্তার লিজার কলস প্রতীকের প্রচার-প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ মে) সকাল ৭ হতে উপজেলার ইছাপুরা,কোলা,লতব্দী বালুচর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফারহানা আক্তার লিজার কলস প্রতীকের প্রচার-প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করা হয়।প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কালে ফারহানা আক্তার লিজা সবার দোয়া ও সমর্থন চেয়ে বলেন,আমি অসহায় মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। এতিম, দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় থাকবো । আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমি সরকারি সকল সুযোগ সুবিধা সকল সুবিধা বঞ্চিতদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আমার জন্য সবাই দোয়া ও আর্শিবাদ করবেন।আমি যেন সবসময়ই আপনাদের পাশে থাকতে পারি।