কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সংবাদকর্মী মো. রাসেল আহম্মেদ।শুক্রবার (১৪ জুন) স্কুল মিলনায়তনে নতুন সভাপতি নির্বাচন উপলক্ষ্যে নব-নির্বাচিত দাতা সদস্য, অভিভাবক সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক তাকে দুই বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।উপজেলা সমবায় অফিসার ও সভাপতি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাসান রকির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য সুব্রত রায়, অভিভাবক সদস্য গৌতম বড়াল, সজল আচার্য্য, রবিন সরকার, সঞ্জীব শীল, সংরক্ষিত নারী সদস্য নয়ন আক্তার ইতি, শিক্ষক প্রতিনিধি রাহুল দেব সমদ্দার, মানিক লাল পাইক, মিনতী রানী মূখার্জী ও প্রধান শিক্ষক পবিত্র কুমার মিস্ত্রী।উপজেলা সমবায় অফিসার ও সভাপতি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাসান রকি বলেন, গত ১৩ জুন বৃহস্পতিবার গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ জন, দাতা সদস্য পদে ১ জন ও শিক্ষক প্রতিনিধি পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।শুক্রবার নির্বাচিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক মো. রাসেল আহম্মেদকে বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে।ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মো. রাসেল আহম্মেদ বলেন, গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।