1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত অভিনেতা সাইফ আলীর ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি ঝালকাঠি কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২ কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

গজারিয়া ইউপি সদস্যে বিরুদ্ধে সুবিধাভোগী কার্ডে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মায়া বেগম ও তার ছেলে সোহাগের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সুবিধা ভোগী দের কার্ড দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠছে।জানা যায়,এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এর কার্য্যলয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিম সরকার।অভিযোগ এর প্রেক্ষিতে জানা যায়, অভিযুক্ত ইউপি সদস্য ও তাঁর ছেলে সাধারন মানুষের কাছ থেকে প্রতারনা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে, শতাধিক মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী কার্ড, বিজিএফ কার্ড, প্রতিবন্ধী কার্ড,টিউবওয়েলসহ বিভিন্ন কার্ড প্রদানের কথা বলে এই অর্থ আদায় করে এর মধ্যে উল্লেখিত ওয়ার্ডের জালাল উদ্দিন এর কাছ ১৫ হাজার , হোসনেয়ারা কাছ থেকে ১৫ হাজার,শাহিনা বেগমের কাছ থেকে ১৫ হাজার, আয়েশা বেগমের এর কাছ থেকে ১০ হাজার, সুমাইয়া আক্তারের কাছ থেকে
১০ হাজার,রিমির কাছ থেকে ১০ হাজার,সুমাইয়ার কাছ থেকে ১৫ হাজার, আইরিনের কাছ থেকে ১৫ হাজার টাকা, আইরিনের কাছ থেকে ১৫ হাজার, আয়েশার কাছ থেকে ১৫ হাজার, পান্নার কাছ থেকে ৪০ হাজার টাকাসহ শতাধিক মানুষের কাছে থেকে অর্থ আত্মসাৎ করে নেন।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের ছেলে সোহাগ বলেন,প্রতিহিংসার কারণে আমাদের সন্মানহানীর জন্য তাঁরা এই অপপ্রচার করছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন,জেলায় মিটিংয়ে থাকায় হাতে অভিযোগ পাই নাই, তবে অভিযোগ এর কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓