1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

ভেড়ামারা আজিজ বিড়ির মোড়ে তৃষ্ণার্ত মানুষের পাশে সমাজসেবী তানভীর আহমেদ তাপস

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

নাসিম উদ্দিন ভেড়ামারা প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভাস্হ ৮ নং ওয়ার্ডের আজিজ বিড়ির মোড় সংলগ্ন কমা ড্রাইভারের বাড়ী ও তার আশে পাশের বেশ কিছু পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ মিঠাপানির কষ্টে ভুগতেছিলেন।ওখানে চাপকলের ব্যবস্হা থাকলেও পানির লেয়ার নেমে যাওয়ায় পানি না উঠার কারণে পানির অভাবে প্রায় তিন ‘মাস যাবৎ এলাকাবাসি পানির সীমাহীন কষ্টে জীবন যাপন করছেন।তাদের দীর্ঘদিনের পানি সংকট দূরীকরণে এগিয়ে এসেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রয়াত সভাপতি,আওয়ামীলীগের বিগত ৪ দশকের দুর্দিনের সংগঠক, ভেড়ামারার গণমানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত মুজিবুল হক মাঙ্গন’র পুত্র,মেসার্স মাঙ্গন কনস্ট্রাকশন’র স্বত্বাধিকারী,বিশিষ্ট কনস্ট্রাকশন ঠিকাদার,তরুণ প্রজন্মের আস্হা ও বিশ্বস্ততার প্রতিক, সামাজিক ও মানবিক মানব তানভীর আহমেদ তাপস।
ভেড়ামারা করিম বিড়ি মোড়ের একটি ট্যাপ থেকে এলাকাবাসি দীর্ঘদিন যাবৎ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার পানি সংগ্রহ করে।বিষয়টি তানভীর আহমেদ তাপস’র নজরে এলে তিনি উক্ত এলাকায় একটি সাবমার্সিবল পানির পাম্প স্হাপনের সংকল্প করেন এবং আজ সোমবার তার নিজস্ব অর্থায়নে এ কাজটি সম্পন্ন করা হয়। বলাবাহুল্য, অতি সম্প্রতিকালে কুষ্টিয়ার ভেড়ামারার প্রত্যন্ত অঞ্চল পানির লেয়ার সংকটে সমস্ত টিউবওয়েল গুলো পানি শূণ্যতায় নিমজ্জিত। মানুষের নাওয়া, খাওয়া ও গোসলের পানির তীব্র সংকট দেখা দিয়েছে।সামর্থবানরা বিপুল টাকার বিপরীতে সাবমার্সিবল নলকূপ স্হাপন করতে পারলেও বিত্তহীনরা সামর্থ্যের অভাবে তা স্হাপন করতে পারেননি।এলাকাবাসি আব্দুল খালেক,কমা ড্রাইভার সহ বেশ কয়েকজন মহিলার সাথে সাক্ষাৎকালে তারা জানান আমাদের,দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান করেছেন তানভীর আহমেদ তাপস। এতে করে আমরা খুশি।আমরা আজীবন এমন মানবিক মানুষের মহতী কাজে তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।তাছাড়া অন্যান্যরাও তাপস’র এমন মহতী কাজের প্রশংসা করেছেন।”তানভীর আহমেদ তাপস” তার নিজস্ব অর্থায়নে উক্ত এলাকায় একটি সাবমার্সিবল পানির পাম্প স্হাপন করে দেন। এছাড়াও সমাজ সেবক “তাপস” হিড়িমদিয়া জাপানের পুল, কুঠিবাজার বাবুপাড়া, ভেড়ামারা ডাকবাংলো মার্কেট সহ বহু জায়গায় তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাবমারাসিবল পানির পাম্প স্হাপন করে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓