কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিক উদ্যোগ” এর আয়োজনে ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কাউখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে শনিবার ও রবিবার জেন্ডার ভিত্তিক ন্যায়বিচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের মাধ্যমে করণীয় সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়।কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগে কো-অর্ডিনেটর বরিশাল এর সুপ্রিয় দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম জাহিদ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের কাউখালীর এরিয়া ম্যানেজার উত্তম কুমার রায়, বানারীপাড়ার এরিয়া ম্যানেজার মোঃ মহাসিন মিয়া, নাগরিক উদ্যোগের একাউন্ট এন্ড এডমিন অফিসার মোঃ কামরুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ।কর্মশালায় সুধীজন, শিক্ষক, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উপজেলা নাগরিক উদ্যোগের ফিল্ড কর্মী ও পাঁচটি ইউনিয়নের আরজেএমএফ এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।