পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সের বিরুদ্ধে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের পেইজে হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রচার হয়। শনিবার (৩১আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসপাতালের নার্স ফাহিমার বিরুদ্ধে রুগী ভাগিয়ে নেয়ার মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রচার করায় ভান্ডারিয়ার সর্বস্তরের জনগণের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্হানীয়রা।জানাযায়, গত বুধবার (২৮ আগস্ট) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের পেইজে ভান্ডারিয়া হাসপাতালের সিনিয়র নার্স ফাহিমার বিরুদ্ধে হাসপাতালের রোগী ভাগিয়ে অন্য ক্লিনিকে নেওয়ার অভিযোগ ও হাসপাতালে কর্মরত মিডওয়েফদের ডেলিভারি সুযোগ না দেওয়ার অভিযোগে সংবাদ প্রচারিত হয়। ফাহিমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রচার করায় এর প্রতিবাদে স্হানীয়রা হাসপাতালের গেটে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন। মানববন্ধন অবস্থান কর্মসূচি অংশ নেয়রা বলেন ফাহিমা আক্তার ভালো লোক এবং সৎ নার্স তার বিরুদ্ধে মিথ্যা সম্প্রচার নিয়ে শ্লোগান ও ক্ষোভ প্রকাশ করেন। এ সংবাদ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভান্ডারিয়া উপজেলার প্রতিনিধি তানভির সহ ছাত্রছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। এবং তারা অবস্থান কর্মসূচিতে অংশ নেয়াদের এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তাদেরকে মানববন্ধন শেষ করার জন্য বলেন। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানভীর হোসেন বলেন আমরা সেন্ট্রাল সমন্বয়ক দের সাথে এবিষয়ে কথা বলবো।স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়ম আমাদের হাতে এসেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ বর্ণালী দেবনাথকে তার অফিসে পাওয়া যায়নি, পরে মুঠোফোন এই প্রতিবেদককে বলেন আমরা এরকম একটা অভিযোগ শুনেছি এবং আজ মানববন্ধনের কথাও আপনাদের কাছ থেকে শুনলাম। আমাদের কাছে কোন রোগী বা কেউ অভিযোগ করলে এরপরে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।