নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টা :
প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতছে বাংলাদেশ। বুধবার কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ফাইনালে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল মাহিনের দল লাল সবুজের জার্সি পরিচিত পেল, সেই সাথে সোনার বাংলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় কে সামনে রেখে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতছে বাংলাদেশ।উপজেলা প্রশাসন, ভেড়ামারা আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছে যে, এ বীরত্বেপূর্ণ সাফল্যের অন্যতম গর্বিত অংশীদার, দলের সফল গোলরক্ষক ‘ইসমাইল হোসেন মাহিনকুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো দাগের সন্তানমাহিন। তার জন্মস্থান অত্র ভেড়ামারা উপজেলা তথা পুরো বাংলাদেশকেই মহিমান্বিত করেছে তার কীর্তি দ্বারা।অভিনন্দন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। অভিনন্দন, মাহিন। অভিনন্দন, ভেড়ামারা বাসীকে।আগামীকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাহিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা তথা ভেড়ামারাবাসীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।