পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ সিকদারকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃত মোঃ সোহাগ সিকদার (৩৫) পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার মোঃ শাহাদাত হোসেন সিকদারের ছেলে।বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নামাজপুর এলাকা থেকে বরিশাল র্যাব ৮ এর একটি দল সোহাগকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সোহাগ সিকদার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে ১৪ টি ফৌজদারি মামলা রয়েছে যেগুলো আদালতে বিচারাধীন এবং সে ছয়টি মামলা থেকে অব্যাহতি পেয়েছে। সবগুলো মামলাই ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দায়ের করা হয়েছিল।পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান র্যাব এখনো আটককৃত সোহাগকে পুলিশের কাছে হস্তান্তর করেনি।