1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, নিচ্ছেন পরীক্ষা নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আজ মধ্যরাত বা কাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে ভেড়ামারার পরানখালী বাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাউখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে -ছারছীনার পীর ছাহেব ‎পিরোজপুরে নতুন পুলিশ সুপারকে মানবাধিকার কমিশনের ফুলেল শুভেচ্ছা ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত মদ সহ আটক ৩  

ডিম খাওয়াও কমাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি:

অনেকদিন ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। লাগামহীন দামের কারণে নিম্ন আয়ের মানুষ মাছ-মাংস খাওয়া আগেই কমিয়ে দিয়েছেন। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী যাত্রায় প্রাণিজ আমিষ বলতে তাদের একমাত্র ভরসা ছিল ডিম। এখন ডিমের দামও ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় সংসারের ব্যয় কমাতে ডিম খাওয়াও কমাতে শুরু করেছেন নিম্ন আয় ও শ্রমজীবী মানুষ।গত ৫ অক্টোবর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন বলে অনেকে আশা করলেও এখন পর্যন্ত তার প্রতিফলন দেখা যায়নি। দাম নিয়ন্ত্রণে ডিমের দাম বেঁধে দেওয়া হলেও বাস্তবে সেই দামে মিলছে না এই নিত্যপণ্যটি। শুধু কাগজে কলমেই সরকারি দরে বিক্রি হচ্ছে ডিম। অথচ বাস্তবে কোনো কোনো করপোরেট প্রতিষ্ঠান আদায় করছে বাড়তি দাম। ফলে থামছে না ডিমের বাজারের অস্থিরতা। ডিমের দামে অসন্তোষ থাকলেও তাতে পাত্তাই দিচ্ছেন না বিক্রেতারা। ফলে ডিমের অতিরিক্ত দাম সরাসরি ভোক্তার আমিষের চাহিদায় টান ধরিয়েছে। গরুর মাংসের মতো ডিমও এখন নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য  বিলাসী পণ্যে পরিণত হয়েছে।ঝালকাঠিতে বেশ কয়েকটি বাজরে খোঁজ নিয়ে দেখা যায়, ঝালকাঠি স্থানীয় দোকানগুলোতে ১৬০ থেকে ১৮০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের ডিম ১৬০ টাকা এবং বড় আকারের ডিম ১৮০ টাকা ডজন বিক্রি করতে দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। নিম্নআয়ের মানুষ ছাড়াও ডিমের দাম নিয়ে বিপত্তিতে পড়েছেন মেসে থাকা ব্যাচেলররা।নলছিটিত বাজারে কথা হয় এক রিকশাচালকের সঙ্গে। সাইদুল নামে ওই রিকশাচালক বলেন, দাম বাড়ায় এখন হোটেল-রেস্তোরাঁয় একটি ডিমভাজি বিক্রি হচ্ছে ২৫ টাকা করে। আর ডিমের তরকারি প্রতি বাটি ৩৫ থেকে ৪০ টাকা। এখন ডিম দিয়ে ভাত খাওয়াও আমাদের জন্য কষ্টের হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓