1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত অভিনেতা সাইফ আলীর ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি ঝালকাঠি কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২ কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

নলছিটির কুমারখালি সংলগ্ন মরানদী জেলেদের জন্য উন্মুক্ত ও তাদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি নলছিটি উপজেলার কুমারখালি মরা নদী রক্ষা এবং জেলেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।১৬ অক্টোবর সকালে ১০টায় নলছিটি- বরিশাল-সড়কের দপদপিয়া ইউনিয়নের কুমারখালী এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে কৃষক, জেলে, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণকরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, মো. দেলোয়ার সরদার, নাসির সরদার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল সুগন্ধা নদী সংলগ্ন কুমারখালি মরা নদী ২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে তাদের দখলে নিয়েছে এবং পাার্শ্ববর্তী সুগন্ধা নদীর সঙ্গে সংযুক্ত খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে মরা নদীর সঙ্গে সংযোগ খালে জোয়ার-ভাটার প্রবাহ না থাকায় খালের পানি নষ্ট হয়ে পরিবেশ দূষিত হচ্ছে। কাগজে কলমে ১০৯ একর জলাভমি লিজ নিলেও ওই মহলটি ৩২০ একর জমি তাদের দখলে রেখেছে। নদী তীরবর্তী ৪টি গ্রামের সাধারণ মানুষ ও জেলেদেরকে ওই নদী ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে ওই এলাকার মানুষদের চরম দুর্ভোগে পড়ছেন। পাশাপাশি কৃষকরা তাদের জমি ঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না। এছাড়াও ওই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন। বিগত সরকারের আমলে ওই মহলটি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হযরানি করাসহ তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। সম্প্রতি এলাকাবাসী তাদের এ জবর দখলের প্রতিবাদ করলে ফের ওই মহলটি এলাকার ১২ জনকে আসামী করে ঝালকাঠির (নলছিটি)সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ সেপ্টেম্বর,২০২৪ একটি মিথ্যা মামলা দায়ের করে।এলাকাবাসী কুমারখালি মরা নদী রক্ষায় লিজ বাতিল করে এলাকাবাসীর জন্য জলাশয়টি উন্মুক্ত করাসহ তাদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রতাহারেদ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓