ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো- ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।রবিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় ববিসাস নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উপস্থিত ছিলেন ববি সাংবাদিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম সহ ববিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।সাক্ষাৎকালে প্রো- ভিসি বলেন, আমি শিক্ষার্থীবান্ধব৷ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই৷ এসময় তিনি সাংবাদিক সমিতির সহযোগিতা কামনা করেন৷উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. গোলাম রব্বানি, ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।