মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মোঃ নজরুল ইসলাম খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এ শপথ বাক্য পাঠ করান।এর আগে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক রোকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা মোঃ নজরুল ইসলাম খান উপজেলা আমির হিসেবে পুনঃনির্বাচিত হন।এছাড়া উপজেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হকসহ উপজেলা নেতৃবৃন্দ।