কামরুল ইসলাম ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে শনিবার বিকেল ২ ঘটিকার সময় ফুলপুর থানাধীন ছোট শুনই এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।ময়ময়মনসিংহে ফুলপুর উপজেলার ছোট শুনই এলাকায় মাদক বিরোধী অভিযানে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি, দিক নির্দেশনায় অদ্য ইং ২৩/১১/২৪ সময় বেলা ০২টা ১৫ ঘটিকার সময় পুলিশের একটি চৌকস টিম এসআই আঃ খালেক এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স এএসআই সুমন, মিয়া,এএসআই মোজারুল ইসলাম, এএসআই তানিমুল সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আসামী মোঃ শাহিন মিয়া (৩০)পিতা মৃত নুরুল ইসলাম, সাং- ইছবপুর,থানা- ফুলপুর, জেলা -ময়মনসিংহকে ছোট শুনই এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামি শাহি মিয়াক আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ওসি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।