কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে অবৈধ চরগরা জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার ভ্রাম্যমাণ আদালত এ দন্ড প্রদান করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার চিরাপাড়ার দক্ষিন বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালান। এসময় ৬ হাজার মিটার অবৈধ চরগড়া জালসহ উপজেলার পুর্ব আমরাজুড়ি গ্রামের মীর মাহাবুব (৫৫), বাশুরী গ্রামের মো:আজিম (২৬) ও রুহুল আমীন (৫০) এই তিন জেলেকে নৌ পুলিশের সহায়তায় আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক তিন জেলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।