কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুরের কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শেখ রিয়াজ আহম্মেদ নাহিদকে সভাপতি ও মোঃ রবিউল হাসান মনিরকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইনের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন লাভ করে।কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ তারিকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ সানমুন রেজা (দৈনিক নাগরিক ভাবনা), দপ্তর সম্পাদক মোসাঃ মাহবুবা নাজমিন (আমাদের পিরোজপুর২৪ ডটকম), কার্য নির্বাহী সদস্য রতন কুমার দাস (দৈনিক যুগান্তর), মোঃ রবিউল হাসান রবিন (দৈনিক ইত্তেফাক), মোঃ এনামুল হক (দৈনিক আলোকিত বাংলাদেশ)।