1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

ফুলপুরে বিজয় দিবস উদযাপনে ব্যতিক্রম আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

এবার বিজয় দিবস ২০২৪ উদযাপনে ময়মনসিংহের ফুলপুরে ছিল ব্যতিক্রমী আয়োজন। রাজপথে ছিল বেশ কিছু নতুন মুখ। আয়োজনে কিছু সংযোজন ও বিয়োজন করা হয়েছে। বিগত দিনে বিজয় মেলা বসতো না। এবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। ৯টি স্টল বসেছে।বরাবর বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। সকাল হলে শিশুদের কলকাকলিতে মুখরিত হতো রাজপথ। ওদের কিচিরমিচির ও আনন্দ উল্লাসে প্রাণবন্ত হতো অনুষ্ঠানমালা।উপজেলা পরিষদ চত্বর ও কুচকাওয়াজ প্রদর্শনীর মাঠ থাকতো সরগরম। শারীরিক কসরত প্রদর্শন করা হতো। পুরষ্কার পেতো ওরা। উপভোগ করতো হাজারো দর্শনার্থী।কিন্তু এবার তা চোখে পড়েনি। এবার পুরষ্কার পেয়েছেন আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উনাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পার্শ্ববর্তী হালুয়াঘাটে অন্যান্যদের পাশাপাশি সাংবাদিকদেরকেও দিবসটি উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে কিন্তু ফুলপুরে এর প্রচলন নেই।
মুক্তিযোদ্ধাদেরকে বরাবরের ন্যায় এবারো সম্মাননা দেওয়া হয়েছে। গ্যালারিতে ঢুকে হাতে হাতে রজনী গন্ধা ফুলের স্টিকার দিয়ে তাদের বরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। মোট ২৯৫ জন মুক্তিযোদ্ধা, তাদের সন্তান বা নাতিদের শাড়ি লুঙ্গি উপহার দেওয়া হয়েছে। এবার বিজয় দিবসের কোন কর্মসূচিতে আওয়ামী লীগের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলামসহ বেশ কিছু নতুন মুখ এতে যুক্ত হয়েছেন। তারা শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে ও রাজপথে বিজয় র‍্যালি বের করে উল্লাস করেছেন। এছাড়া এ উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনি দেওয়া, সরকারি বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মুনাজাত এগুলো আগের মতই যথারীতি অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্বা কাউন্সিল, বাংলাদেশ স্কাউট ফুলপুর উপজেলা শাখা, ফুলপুর থানা পুলিশ, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও বিএনপির একাধিক গ্রুপ, বিভিন্ন রাজনৈতিক দল, দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল, কলেজ ও মাদরাসা অংশ গ্রহণ করেছে। আগের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলা ও পুরুষদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু তারেক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলপুর শাখার সভাপতি গোলাম কিবরিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর সভাপতি মাওলানা আবু রায়হান, সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নূরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓